কাউখালীতে ইভটিজিংয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 11, 2025 - 16:19
 0  2
কাউখালীতে ইভটিজিংয়ের  অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

পিরোজপুরের কাউখালীতে এক ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে  ইভটিজিংয়ের অপরাধে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন।

উপজেলার মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটলে স্থানীয় জনগণ ওই বখাটে যুবককে হাতেনাতে ধরে ফেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে  বখাটে যুবককে ইভটিজিং করার অপরাধে ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের মোশারফ ডাকুয়ার ছেলে নীলু ডাকুয়া (৪৫)। উল্লেখ্য ওই নারীকে প্রায় সময় বখাটে নীলু ডাকুয়া চলার পথে বিভিন্ন সময় কুপ্রস্তাব সহ ইভটিজিং করত। মহিলা বিভিন্ন স্থানে ধরনা দিয়ে কোন বিচার না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দাখিল করেন।

কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. সোলায়মান জানান, আসামিকে পিরোজপুরে জেলে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow