পদ্মার বুকে ভাসলো সাংবাদিকদের আনন্দতরী: চরভদ্রাসনে পিঠা উৎসবে ব্যতিক্রমী মিলনমেলা

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 11, 2025 - 16:15
 0  5
পদ্মার বুকে ভাসলো সাংবাদিকদের আনন্দতরী: চরভদ্রাসনে পিঠা উৎসবে ব্যতিক্রমী মিলনমেলা

সারা বছরের কর্মব্যস্ততা আর সংবাদের পেছনে ছোটার ক্লান্তি ভুলে পদ্মার রুপালি ঢেউয়ে গা ভাসালেন ফরিদপুরের চরভদ্রাসনের গণমাধ্যমকর্মীরা। কলম আর ক্যামেরাকে বিশ্রাম দিয়ে তারা মেতে উঠেছিলেন এক আনন্দঘন মুহূর্ত উদযাপনে। "আনন্দ ভ্রমণ ২০২৫" শিরোনামের এই আয়োজনে ছিল পদ্মার বুকে নৌকাভ্রমণ, সঙ্গে জিভে জল আনা চিতই পিঠা আর হাঁসের মাংসের মনমাতানো স্বাদ।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী মিলনমেলায় উপজেলার গণমাধ্যমকর্মীরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের সুযোগ পান। এটি ছিল তাদের জন্য কর্মব্যস্ত জীবনের বাইরে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাংবাদিক মেজবাহ উদ্দিন, আবুল কালাম, লিয়াকত আলী লাভলু, আসলাম বেপারী, এম এম সাইফুর রহমান উজ্জ্বল, আব্দুস সালাম মোল্লা, সাজ্জাদ হোসেন সাজু, মোঃ মোস্তফা, আহমদ আল ইভান এবং কুমারেশ পোদ্দারসহ আরও অনেকে।

আয়োজনের প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবারের সমাহার। গণমাধ্যম কর্মীদের মাঝে পরিবেশন করা হয় সুস্বাদু চিতই পিঠা, হাঁসের মাংস এবং ধনিয়ার পাতা বাটা, যা সবার মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।

এই ধরনের একটি সুন্দর মিলনমেলার আয়োজন করায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যা তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে।

এই নৌকা ভ্রমণের সমস্ত আর্থিক ব্যয় বহন করেন আবুল কালাম এবং সার্বিক সহযোগিতা করেন লিয়াকত আলী লাভলু।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow