ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় কলেজের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. রফিকুল ইসলাম। ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) মো. রেজাউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী এবং নবীন শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম বলেন, “বর্তমানে দেশের প্রায় ৫৫ শতাংশ তরুণ প্রযুক্তিনির্ভর বিষয়ে আগ্রহী হলেও আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতার অভাবে অনেকেই কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ছে। বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, সাইবার সিকিউরিটি, নবায়নযোগ্য জ্বালানি ও অটোমেশনই হবে মূল প্রতিযোগিতার ক্ষেত্র।”
তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীদের শুধু সনদপ্রাপ্ত প্রকৌশলী নয়, বরং উদ্ভাবক ও সমস্যার সমাধানকারী হিসেবে গড়ে উঠতে হবে। বিশ্ব অর্থনীতি এখন জ্ঞান ও প্রযুক্তিনির্ভর; তাই বাংলাদেশকেও সেই প্রতিযোগিতায় নিজেদের প্রস্তুত করতে হবে।”
রফিকুল ইসলাম ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশংসা করে বলেন, “আধুনিক ল্যাব, উন্নত কারিকুলাম ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এই কলেজ বাস্তবমুখী প্রকৌশলী তৈরি করছে। এখানকার শিক্ষার্থীরা ইতোমধ্যে দেশ-বিদেশে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে, যা সত্যিই গর্বের।”
অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে সফলতা কামনা করেন।
What's Your Reaction?






