রাণীনগরে মাদক সেবীর চার মাসের কারাদণ্ড

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Oct 12, 2025 - 10:44
 0  6
রাণীনগরে মাদক সেবীর চার মাসের কারাদণ্ড

নওগাঁর রাণীনগরে মাদক সেবনের দায়ে সবুজ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ দণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চক-কুজাইল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সবুজ হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের নির্যাতন এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও থানাপুলিশের যৌথ অভিযানে সবুজ হোসেনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তাকে মাদক সেবনের অবস্থায় হাতে-নাতে আটক করা হয়।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, দণ্ডপ্রাপ্ত সবুজ হোসেনকে পরবর্তীতে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow