আলফাডাঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রী কর্তৃক ঘর দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Oct 11, 2025 - 22:58
 0  24
আলফাডাঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রী কর্তৃক ঘর দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রী কর্তৃক ঘর দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন বড় ভাই মোঃ ইশারত হোসেন।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পৌর এলাকার মিঠাপুর গ্রামের মৃত মোকসেদ মোল্যার ছেলে ইশারত হোসেন (৪০)। তিনি অভিযোগে উল্লেখ করেন, তার ছোট ভাই জামির হোসেন বিদেশে কর্মরত থাকায় জামিরের স্ত্রী মোছাঃ আনজুয়ারা বেগম তার (ইশারতের) ঘর দখল করে বসবাস করছেন।

ইশারতের দাবি, ঘর ছাড়ার জন্য একাধিকবার অনুরোধ করলেও আনজুয়ারা বেগম রাজি হননি। বরং তার অত্যাচারে তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে বর্তমানে আলফাডাঙ্গা বাজারে ভাড়া থাকছেন।

অভিযোগে আরও বলা হয়, আনজুয়ারা বেগম পূর্বেও একাধিক মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করেছেন, যা পরবর্তীতে তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। সর্বশেষ ১০ অক্টোবর বিকেল ৪টার দিকে তিনি মিঠাপুর চৌরাস্তায় অবস্থান করছিলেন, যা স্থানীয় ব্যক্তিরা ও সিসিটিভি ফুটেজ দ্বারা প্রমাণ করা সম্ভব বলে দাবি করেন ইশারত হোসেন।

ইশারত হোসেন আশঙ্কা প্রকাশ করে সাংবাদিকদের কাছে বলেন, আনজুয়ারা বেগম নতুন করে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে আবারও মিথ্যা মামলা করতে পারেন। আমি প্রশাসনের ন্যায়বিচার প্রত্যাশা করছি।

ঘটনার বিষয়ে আনজুয়ারা বেগমের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে স্থানীয় একাধিক ব্যক্তি ঘটনাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন,অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে উভয় পক্ষের বক্তব্য গ্রহণের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow