ফরিদপুরে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ৭২ নম্বর তাম্বুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাখুন্ডা ক্লাস্টারের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শিহাব খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্লাস্টারের আওতাধীন ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। আলোচনায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিশুদের টাইফয়েড ভ্যাকসিন প্রদানের অগ্রগতি, প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি এবং বিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত শিক্ষকরা শিক্ষার মান বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টিতে সকলে সহযোগিতার আশ্বাস দেন।
What's Your Reaction?






