ফরিদপুরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল জাহাজ মাস্টারের

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 7, 2025 - 17:23
 0  34
ফরিদপুরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল জাহাজ মাস্টারের

দোকান নির্মাণের কাজ তদারকি করছিলেন তিনি, আচমকা ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারের ছোবলে প্রাণ গেল অভ্যন্তরীণ নৌপরিবহনের এক জাহাজ মাস্টারের। ফরিদপুরের বোয়ালমারীতে সোমবার (৭ জুলাই) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় মো. নাসির মোল্যা (৪৮) নামের ওই নৌযান মাস্টারের। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম, আর এলাকাজুড়ে শোকের ছায়া।

নিহত নাসির মোল্যা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা গ্রামের বাসিন্দা। তিনি খুলনার একটি অভ্যন্তরীণ নৌযানে মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়িতে এসে নিজ মালিকানাধীন জমিতে দোকান নির্মাণ করছিলেন তিনি। কাজের একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান তিনি।

নিহত নাসির মোল্যা আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা গ্রামের মো. আমীর হোসেন মোল্যার ছেলে। তিনি খুলনার একটি অভ্যন্তরীণ নৌযানে মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি শেষে নাসির মোল্যা নিজ এলাকায় অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি বড়গাঁ নতুন বাজার এলাকায় নিজ মালিকানাধীন জমিতে একটি দোকান নির্মাণ করছিলেন। সোমবার দুপুরে নির্মাণাধীন দোকানের ফ্লোর ও দেয়ালে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা হক টুম্পা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পুলিশকে জানানোর আগেই পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।

এ বিষয়ে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমীন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। যেহেতু নিহত ব্যক্তি আলফাডাঙ্গার বাসিন্দা, তাই বিষয়টি আলফাডাঙ্গা থানা পুলিশকে জানানো হয়েছে। দুই থানার সমন্বয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাজালাল আলম জানান, “বোয়ালমারী থানা থেকে খবর পেয়ে আমাদের একটি টিম নিহতের বাড়িতে গেছে। ঘটনাস্থল বোয়ালমারী থানাধীন হওয়ায় আইনগত পদক্ষেপ সেখান থেকেই নেওয়া হবে। আলফাডাঙ্গা থানা সব ধরনের সহযোগিতা করবে।”

নাসির মোল্যার মৃত্যুর খবরে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের আবহ ছড়িয়ে পড়ে। একজন সদা হাস্যোজ্জ্বল ও পরিশ্রমী মানুষ হিসেবে এলাকায় তার পরিচিতি ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow