ফরিদপুরের ভাঙ্গায় আলগী ও হামিরদী ইউনিয়ন পুনর্বিবেচনার আবেদন জানালেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদকঃ
Sep 16, 2025 - 13:02
 0  20
ফরিদপুরের ভাঙ্গায় আলগী ও হামিরদী ইউনিয়ন পুনর্বিবেচনার আবেদন জানালেন জেলা প্রশাসক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার গেজেট প্রকাশের পর থেকে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে এলাকাবাসী। এ ঘটনায় সহিংসতার মধ্যে দুই থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা প্রকাশ করে জেলা প্রশাসক (ডিসি) নির্বাচন কমিশনের কাছে বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা স্বাক্ষরিত একটি চিঠিতে আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনের সঙ্গে সংযুক্ত করার অনুরোধ জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করে। তাতে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের আওতাধীন ভাঙ্গার দুটি ইউনিয়ন—আলগী ও হামিরদীকে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সঙ্গে যুক্ত করা হয়। এ সিদ্ধান্ত জানাজানি হওয়ার পর থেকেই ভাঙ্গা উপজেলায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

চিঠিতে আরও বলা হয়, এ গেজেট প্রকাশের পর থেকে আন্দোলনকারীরা টানা সড়ক ও রেলপথ অবরোধ করে রাখায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে যোগাযোগ ব্যাহত হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। সর্বশেষ ১৫ সেপ্টেম্বর বিক্ষুব্ধ জনতা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়সহ ভাঙ্গা থানা ও হাইওয়ে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সরকারি গাড়িও এ হামলার শিকার হয়।

এদিকে, ভাঙ্গা উপজেলা সর্বদলীয় ঐক্য পরিষদ দাবি আদায়ে কর্মসূচি অব্যাহত রাখলেও মঙ্গলবার সকাল থেকে নতুন কোনো অবরোধ বা কর্মসূচি দেখা যায়নি।

আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে—আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ভাঙ্গা উপজেলায় সংযুক্ত করা, চেয়ারম্যানসহ গ্রেপ্তারকৃত সবাইকে মুক্তি দেওয়া এবং নিরীহ জনগণের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা। একই সঙ্গে নতুন কোনো মামলা না দেওয়া ও রাতের বেলা প্রশাসনের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করার আহ্বান জানান তারা।

জেলা প্রশাসক তাঁর চিঠিতে উল্লেখ করেন, আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে যুক্ত হওয়ায় স্থানীয় জনগণ তা মেনে নিতে পারছে না। ফলে সাধারণ মানুষও আন্দোলনে যুক্ত হচ্ছেন। বিষয়টি পুনর্বিবেচনা না করা হলে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা রয়েছে বলে ডিসি সতর্ক করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow