ফরিদপুরে জুলাই এলায়েন্সের পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

বাংলা ব্লকেডের এক বছর পূর্তি উপলক্ষে ফরিদপুরে পদযাত্রা ও পথসভা করেছে ‘জুলাই এলায়েন্স অফ ফরিদপুর’। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে রাজেন্দ্র কলেজ এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম রিয়াজ। বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য এনামুল চৌধুরী, রিয়াজুল ইসলাম, শাহ মোহাম্মদ আরাফাত, হাসিবুল হাসান ও এনামুল হক।
বক্তারা বলেন, ২০২৪ সালের ১০ জুলাই সরকারি রাজেন্দ্র কলেজ থেকেই বাংলা ব্লকেডের সূচনা ঘটে। সেই ঐতিহাসিক দিনের প্রেক্ষাপটে আমরা সাধারণ ছাত্র হিসেবে এ পদক্ষেপ নিই। তারা ভবিষ্যতের রাজনীতিকদের উদ্দেশে বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে যেন কেউ ক্ষমতার অপব্যবহার না করেন এবং জনগণকে উপেক্ষা না করেন।
তারা আরও বলেন, সংগঠনের সদস্যদেরকেও সচেতন থাকতে হবে যাতে নিজেদের কর্মকাণ্ডে কোনো সাধারণ মানুষের ক্ষতি না হয়। বক্তারা জুলাইর চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
পথসভায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ ছাত্র উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






