স্বপ্ন গড়ার প্রেরণায় ফরিদপুরের নগরকান্দায় শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
Aug 14, 2025 - 14:51
 0  4
স্বপ্ন গড়ার প্রেরণায় ফরিদপুরের নগরকান্দায় শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ

কেবল পুঁথিগত বিদ্যায় নয়, বরং কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও সততার মাধ্যমে জীবনে সফল হওয়ার মূলমন্ত্রে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে এক ব্যতিক্রমী সমাবেশের আয়োজন করা হলো ফরিদপুরের নগরকান্দায়। "শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকের ত্রি-মাত্রিক সেতুবন্ধন" তৈরির লক্ষ্যে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি (মডেল স্কুল) এই শিক্ষার্থী-অভিভাবক সমাবেশের আয়োজন করে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারণায়। এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিক-নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন খান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামী। অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু এবং নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সফলতার কোনো সংক্ষিপ্ত পথ নেই। কঠোর পরিশ্রম, অটুট শৃঙ্খলা এবং জীবনের প্রতি ক্ষেত্রে সততাই তোমাদেরকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে।” একই সাথে তারা অভিভাবকদের প্রতি সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক বিকাশের দিকেও নজর দেওয়ার এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের আহ্বান জানান।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন বলেন, "আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত ও স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের।"

শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এ ধরনের সমাবেশ অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটি শুধু একটি সমাবেশ নয়, বরং একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ার সম্মিলিত অঙ্গীকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow