সদরপুরে জাতীয় সমবায় দিবস পালিত
ফরিদপুরের সদরপুরে জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এবছরে সমবায় দিবসের প্রতিপাদ্য ‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়‘। নানা আয়োজনে দিবসটিকে পালন করে সদরপুর উপজেলা সমবায় বিভাগ।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় সদরপুর উপজেলা সমবায় কর্মকর্তা খোকন চন্দ্র রায়ের সভাপতিত্বে সদরপুর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করা হয়। এরপর সমবায়ীদের নিয়ে একটি মনোজ্ঞ র্যালি বের করা হয়।সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে সমবায় দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা সমবায় দিবসের বিশেষ তাৎপর্য ওগুরুত্ব নিয়ে আলোচনা করেন
সদরপুর বিআরডিবির সভাপতি ও সদরপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ব্যাটালিয়ন কর্মকর্তা মর্জিনা খাতুন, কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিসেস রহিমা খাতুন, সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, স্বপ্ননীড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি কাজী সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক কবির হোসাইন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান শওকতসহ উপজেলার ১২০টি সমবায় সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ