শাপলা কলি কয়েকদিন ভিজলেই ফুটবে ফুল: সরোয়ার তুষার
ফরিদপুরে অনুষ্ঠিত এনসিপির বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয় সভায় দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, “শাপলা কলি যদি অন্তর্ভুক্ত হয়, তবে শাপলা ফুলও অন্তর্ভুক্ত হবে। এই কলি কয়েকদিন পানিতে ভিজলেই ফুল ফুটবে।”
তিনি আরও বলেন, এনসিপি শাপলা প্রতীক নিয়েই আসন্ন নির্বাচনে অংশ নেবে। নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা অনেক জল ঘোলা করেছেন। একবার বলছেন প্রতীক দেবেন না, আবার বলছেন দেবেন—এই ইগোর জায়গা থেকে বেরিয়ে আসুন।”
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত সভায় সরোয়ার তুষার প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, “বর্তমান নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রভাবে পরিচালিত হচ্ছে। এদের দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে জনগণের শঙ্কা রয়েছে।”
সরোয়ার তুষার বলেন, “শাপলা হবে নৌকার বিকল্প। নৌকা ডুবে গেছে, শাপলা ভাসবে।”
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “বিএনপি এখন না ভোটের প্রচারণা চালাচ্ছে। কিন্তু যদি তাদের ৩০ শতাংশ ভোটও না ভোটে যায়, তারপরও জনগণের বিপুল সমর্থনে জুলাই সনদ পাশ হবে। তখন বিএনপি নিজেদের মুখ আয়নায় দেখতে পারবে না। তারা অতীত থেকে কিছুই শিক্ষা নেয়নি। জিয়াউর রহমান নিজেই একসময় ‘হ্যাঁ-না’ ভোটের আয়োজন করেছিলেন, অথচ এখন তার দল সেটির বিরোধিতা করছে।”
তিনি আরও বলেন, “জুলাই সনদের বিরোধিতা করলে জনগণ তাদের দুমড়ে মুচরে পদ্মায় ফেলে দেবে।”
জাতীয় পার্টি সম্পর্কে সরোয়ার তুষার বলেন, “আওয়ামী লীগের পরে দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জাতীয় পার্টি। এরশাদের সঙ্গে জাতীয় পার্টিও এখন কবরে। তারা ভারতের এজেন্ট হিসেবে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার চেষ্টা করছে, যা দেশের মানুষ কখনো মেনে নেবে না।”
সভায় সভাপতিত্ব করেন এনসিপির ফরিদপুর জেলা প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলা। বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন ও ফরিদপুর বিভাগীয় সংগঠক রাসেল আহমেদ।
সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরিয়তপুর জেলার এনসিপির কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ