আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে এদের অবস্থাও তাদের মতো হতে পারে: শাহ্ আবু জাফর

এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
Jan 6, 2026 - 12:22
 0  6
আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে এদের অবস্থাও তাদের মতো হতে পারে: শাহ্ আবু জাফর

ফরিদপুরের বোয়ালমারীতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাহ্ মো. আবু জাফর।

সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় বোয়ালমারী প্রেসক্লাবের ‘সাপ্তাহিক বার্তা’ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় মুক্তি ঐক্য ফ্রন্টের এই প্রার্থী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “আওয়ামী লীগ ভোট দিতে পারলে প্রার্থী হতে পারবে না কেন? তাদের নিয়ে এবং নির্বাচনে রেখেই ভোট করা উচিত।”

সতর্কবাণী উচ্চারণ করে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, “আওয়ামী লীগ ভয়ভীতি ও নির্যাতন চালিয়ে বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করে টিকতে পারেনি। ঠিক তেমনি বর্তমানে যারা আছেন, তারাও যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের আয়োজন করেন, তবে তাদের অবস্থাও এমনটিই হতে পারে।”

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে শাহ্ আবু জাফর বলেন, “১৯৬২ সাল থেকে আমার রাজনীতির শুরু। এই আসন থেকে আমি চারবার এমপি নির্বাচিত হয়েছি। জীবনের শেষ পর্যায়ে এসে আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, তবে আপনাদের মাধ্যমে সবার কাছে ক্ষমা চাইছি এবং দোয়া কামনা করছি।”

বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বার্তা সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow