চরভদ্রাসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
Jan 6, 2026 - 12:14
 0  5
চরভদ্রাসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ফরিদপুরের চরভদ্রাসনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বাদ মাগরিব উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খতম শেষে এই দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চরভদ্রাসন সদর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুস সবুর।

এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি মো. ওয়াহিদুজ্জামান মোল্যা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর।

দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মো. শাহজাহান সিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য এজিএম বাদল আমীন, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা (ভিপি বাদশা)।

এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো. মঞ্জুরুল হক মৃধা, ওবায়দুল বারী দিপু খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পাঠকক্ষ সম্পাদক মোহাম্মদ মাজহারুল হক, যুবদলের সদস্য সচিব আব্দুল ওহাব মোল্যা এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাশেদ আল ফারুকী প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ মনে করেন, এ ধরনের ধর্মীয় আয়োজন দলীয় নেতাকর্মীদের মাঝে পারস্পরিক ঐক্য ও নৈতিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow