বিয়ের ৫ মাসেই সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে নগরকান্দায় তোলপাড়

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় এক গৃহবধূর সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকের পিতৃপরিচয় নিয়ে তৈরি হয়েছে তীব্র জটিলতা, যা নিয়ে স্থানীয়ভাবে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরযোশরদী ইউনিয়নের রামেরচর গ্রামের ওবায়দুর ফকিরের মেয়ে জান্নাতী আক্তারের সঙ্গে কয়েক মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তবে বিয়ের পাঁচ মাস পূর্ণ হতেই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিলে বিষয়টি প্রকাশ্যে আসে এবং তীব্র বিতর্কের জন্ম দেয়।
অভিযোগ উঠেছে, বিয়ের আগে থেকেই প্রতিবেশী হাবিব মাতুব্বরের সঙ্গে জান্নাতীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্র ধরে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে ওঠে এবং ধারণা করা হচ্ছে, সেই সম্পর্কের জেরেই জান্নাতী গর্ভবতী হন। বিয়ের সময় বিষয়টি গোপন রাখা হয়েছিল।
এদিকে, সন্তান জন্মের পর পুরো ঘটনা জানতে পেরে জান্নাতীর স্বামী তাকে ত্যাগ করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। অন্যদিকে, অভিযুক্ত হাবিব মাতুব্বর নবজাতকের পিতৃত্ব পুরোপুরি অস্বীকার করছেন এবং কোনো ধরনের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এই পরিস্থিতিতে জান্নাতীর পরিবার অভিযুক্ত হাবিব মাতুব্বরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যদিও এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
এ বিষয়ে চরযোশরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “বিষয়টি আমরা শুনেছি। প্রাথমিকভাবে সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে। তবে সমাধান না হলে এবং ভুক্তভোগী পরিবার আইনের আশ্রয় নিলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, এমন ঘটনা সামাজিক অবক্ষয়ের পরিচায়ক এবং এটি সমাজে একটি ভুল বার্তা দেয়। নবজাতকের ভবিষ্যৎ ও সামাজিক স্বীকৃতির কথা চিন্তা করে দ্রুত এই সমস্যার সুষ্ঠু সমাধান এবং দোষী ব্যক্তির শাস্তি দাবি করেছেন তারা।
What's Your Reaction?






