আগৈলঝাড়ায় সার সংকটে কৃষকদের হাহাকার: ডিলারদের বিরুদ্ধে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভরা মৌসুমে সার সংকটে চরম বিপাকে পড়েছেন সাধারণ কৃষকেরা। উপজেলার পাঁচটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, সারের অভাবে কৃষকদের মধ্যে হাহাকার বিরাজ করছে। অভিযোগ উঠেছে, স্থানীয় ডিলার ও খুচরা বিক্রেতাদের অসাধু সিন্ডিকেটের কারণেই সৃষ্টি হয়েছে এই কৃত্রিম সংকট।
মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, দোকানে সার কিনতে গেলে বিক্রেতারা সাফ জানিয়ে দিচ্ছেন—‘সার নেই’। আবার কোথাও সার পাওয়া গেলেও তা পরিমাণে খুবই নগণ্য এবং দাম রাখা হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি। কৃষকদের অভিযোগ, ডিলার ও খুচরা বিক্রেতারা যোগসাজশ করে সাধারণ বাজারে সার না ছেড়ে গোপনে কালোবাজারে চড়া দামে বিক্রি করছেন।
অথচ মাঠপর্যায়ের এই বাস্তব চিত্র মানতে নারাজ স্থানীয় প্রশাসন। এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইসা দাবি করেছেন, উপজেলায় সারের কোনো সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে প্রশাসনের এমন বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনো মিল খুঁজে পাচ্ছেন না ভুক্তভোগী কৃষকেরা।
কৃষকদের ভাষ্যমতে, সঠিক সময়ে ও নির্দিষ্ট পরিমাণে সার জমিতে প্রয়োগ করতে না পারলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া অসম্ভব। বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে, যার সরাসরি প্রভাব পড়বে দেশের খাদ্য নিরাপত্তার ওপর।
এমতাবস্থায়, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’—এই স্লোগানকে সামনে রেখে আগৈলঝাড়া উপজেলার কৃষকেরা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। তাঁরা অবিলম্বে সার বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ডিলার ও খুচরা বিক্রেতাদের অনিয়ম ও কালোবাজারি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
What's Your Reaction?
মো: মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি