মাদুরোর পতন নিয়ে জুয়ার মঞ্চে কোটি টাকার বাজি

আন্তর্জাতিক ডেস্কঃ
Jan 6, 2026 - 12:44
 0  5
মাদুরোর পতন নিয়ে জুয়ার মঞ্চে কোটি টাকার বাজি
ছবি : সংগৃহীত

মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে গ্রেপ্তারের ঘটনা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। তবে এই নাটকীয় ঘটনার আনুষ্ঠানিক ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা আগে একটি ক্রিপ্টো-ভিত্তিক জুয়ার প্ল্যাটফর্মে মাদুরোর পতনের পক্ষে লক্ষাধিক ডলারের বাজি ধরার ঘটনা নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। এই রহস্যময় বাজি ঘিরে এখন প্রশ্ন উঠছে—তবে কি মার্কিন অভিযানের অতি গোপনীয় তথ্য আগেই ফাঁস হয়ে গিয়েছিল? আর সেই তথ্যের ভিত্তিতেই কি কেউ হাতিয়ে নিল কোটি কোটি টাকা?

সন্দেহজনক বাজির নেপথ্যে
ক্রিপ্টোচালিত প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্ম ‘পলি মার্কেট’-এর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এক চাঞ্চল্যকর চিত্র। গত ২ জানুয়ারি বিকেল পর্যন্ত জানুয়ারি মাসে মাদুরোর ক্ষমতা হারানোর সম্ভাবনা ছিল মাত্র ৬.৫ শতাংশ। কিন্তু মধ্যরাত পেরোতেই সেই সমীকরণ নাটকীয়ভাবে বদলাতে থাকে। ৩ জানুয়ারি ভোরের দিকে মাদুরোর পতনের পক্ষে বাজির হার অস্বাভাবিক গতিতে বাড়তে শুরু করে। এর ঠিক কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় মাদুরোকে আটকের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, একটি নাম-পরিচয়হীন অ্যাকাউন্ট (যেটি মাত্র গত মাসে খোলা হয়েছিল) থেকে এই ঘটনার ওপর বাজি ধরা হয়। ওই অ্যাকাউন্টটি থেকে ৩২,৫৩৭ ডলার বাজি ধরে অবিশ্বাস্যভাবে ৪ লাখ ৩৬ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা) জিতে নেওয়া হয়েছে। অ্যাকাউন্টটি থেকে কেবল ভেনেজুয়েলা সম্পর্কিত চারটি পজিশন নেওয়ায় এটি স্পষ্ট যে, বাজি ধরা ব্যক্তি এই অভিযানের ব্যাপারে আগে থেকেই শতভাগ নিশ্চিত ছিলেন।

বিশেষজ্ঞদের অভিমত ও ‘ইনসাইডার ট্রেডিং’ আতঙ্ক
আর্থিক সংস্কার নিয়ে কাজ করা সংস্থা ‘বেটার মার্কেটস’-এর সিইও ডেনিস কেলহের সংবাদমাধ্যমকে জানান, বাজিটির ধরন দেখে এটি পরিষ্কার বোঝা যাচ্ছে যে, এটি কোনো সাধারণ অনুমান নয় বরং অভ্যন্তরীণ তথ্যের ভিত্তিতে করা হয়েছে। অর্থাৎ মার্কিন সরকারের ভেতরের কেউ বা অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এই তথ্য ফাঁস করেছেন, যিনি অভিযানের খুঁটিনাটি জানতেন।

মার্কিন আইনপ্রণেতাদের উদ্বেগ ও নতুন আইনের প্রস্তাব
স্টক মার্কেটে গোপন তথ্যের ভিত্তিতে লেনদেন বা ‘ইনসাইডার ট্রেডিং’ দণ্ডনীয় অপরাধ হলেও প্রেডিকশন মার্কেটে এ সংক্রান্ত আইন এখনো ততটা কঠোর নয়। তবে এই ঘটনার পর নড়েচড়ে বসেছেন মার্কিন আইনপ্রণেতারা। নিউইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রিচি টরেস সরকারি কর্মচারীদের গোপন তথ্যের ভিত্তিতে এমন প্ল্যাটফর্মে বাজি ধরা নিষিদ্ধ করতে একটি নতুন বিল পেশ করেছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বর্তমানে খেলাধুলা বা রাজনীতির ফলাফল নিয়ে প্রেডিকশন মার্কেট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এমনকি খোদ প্রেসিডেন্টের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রও এমন কিছু প্ল্যাটফর্মের উপদেষ্টা পদে রয়েছেন। বাইডেন প্রশাসনের সময় কড়াকড়ি থাকলেও ট্রাম্প প্রশাসনের অধীনে এ ধরনের বাজারের গ্রহণযোগ্যতা বেড়েছে।

ভবিষ্যৎ ও প্রশ্ন
কালশি (Kalshi) নামক একটি প্ল্যাটফর্মের মুখপাত্র জানিয়েছেন, তাঁরা সরকারি কর্মীদের এ ধরনের বাজি থেকে দূরে রাখার পক্ষে কঠোর অবস্থানে রয়েছেন। তবে মাদুরো-কাণ্ডের পর নিয়ন্ত্রক সংস্থাগুলো নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। এখন দেখার বিষয়, এই রহস্যময় ‘কোটিপতি জুয়াড়ি’র আসল পরিচয় কি শেষ পর্যন্ত সামনে আসবে, নাকি ডিজিটাল জগতের আড়ালে ঢাকা পড়ে থাকবে ইতিহাসের অন্যতম বড় এই তথ্য ফাঁসের ষড়যন্ত্র।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow