নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে: খেলাফত আন্দোলনের মহাসচিব

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Nov 1, 2025 - 12:53
 0  14
নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে: খেলাফত আন্দোলনের মহাসচিব

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী বলেছেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণের মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নভেম্বরের মধ্যেই দেশে গণভোট দিতে হবে।”

শনিবার (১ নভেম্বর) সকালে ফরিদপুরের সালথায় দলটির ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়ার সাথে নির্বাচনী মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মহাসচিব আরও বলেন, “আমরা একটি যুগোপযোগী ইসলামিক আন্দোলন গড়ে তুলতে একাধিক ইসলামি দল ঐক্যবদ্ধ হয়েছি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। দেশের অবস্থা অনুকূল হলে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আমরা আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

তিনি আরও বলেন, “গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণই এখন সময়ের দাবি। এটি জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করবে।”

এর আগে মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী সালথার যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং কবর জিয়ারত করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের ফরিদপুর জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

প্রসঙ্গত, রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ এলাকায় সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন শিক্ষক এস এম ইব্রাহিম শেখ (৪৫) । এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরো তিন আহত হয়। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইব্রাহিম সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মো. আব্দুর রব শেখের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। ইব্রাহিম উপজেলার যোগাড়দিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow