পানাইলের ফুটবল সেমিফাইনালে উপচে পড়া দর্শক, ফাইনালে আলফাডাঙ্গা

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Aug 7, 2025 - 23:55
 0  3
পানাইলের ফুটবল সেমিফাইনালে উপচে পড়া দর্শক, ফাইনালে আলফাডাঙ্গা

যুবসমাজকে মাদকের সর্বনাশা ছোবল থেকে বাঁচাতে ফুটবলের শক্তিকে হাতিয়ার করেছে ফরিদপুরের আলফাডাঙ্গার পানাইল যুবসমাজ। তাদের আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে পানাইল ইউনাইটেড একাডেমি স্কুলমাঠ পরিণত হয়েছিল এক জনসমুদ্রে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে টাইব্রেকারের নাটকীয়তায় ছত্রকান্দা ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আলফাডাঙ্গা ফুটবল একাদশ।

জমজমাট এই সেমিফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকে। খেলার ভাগ্য নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রতিটি শটেই ছিল রুদ্ধশ্বাস উত্তেজনা। শেষ পর্যন্ত আলফাডাঙ্গা ফুটবল একাদশ ৫-৪ গোলের ব্যবধানে জয়ী হয়ে ফাইনালে নিজেদের স্থান পাকা করে। খেলাটি দেখতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও হাজার হাজার দর্শক মাঠে ভিড় জমান। খেলোয়াড়দের প্রতিটি আক্রমণ আর গোলে দর্শকেরা বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন।

এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে মাদকের অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনা। পানাইল যুবসমাজের পক্ষে এই মহৎ উদ্যোগের নেতৃত্বে ছিলেন রাকিবুল ইসলাম ও নয়ন শেখসহ এলাকার সর্বস্তরের জনগণ।

রাকিবুল ইসলাম বলেন, "আমরা বিশ্বাস করি, খেলাধুলা কেবল শারীরিক সুস্থতাই নয়, মানসিক বিকাশেরও অন্যতম চাবিকাঠি। নিয়মিত খেলার আয়োজন করতে পারলে তরুণদের মধ্যে মাদকের প্রতি আগ্রহ কমবে এবং তারা একটি সুস্থ ও সুন্দর জীবন বেছে নেবে।"

নয়ন শেখ যোগ করেন, "মাদকের বিরুদ্ধে আমাদের এই লড়াই কেবল খেলার মাঠেই সীমাবদ্ধ নয়। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা সমাজকে একটি বার্তা দিতে চাই যে, সুস্থ বিনোদন ও খেলাধুলার শক্তিতেই আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়তে পারি। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আরও অনুপ্রাণিত করছে।"

মাঠে উপস্থিত দর্শকেরাও এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে, এই ধরনের আয়োজন তরুণদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করার জন্য অত্যন্ত জরুরি।

সেমিফাইনাল খেলাটিতে রেফারির দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেন গোপালগঞ্জের বিশিষ্ট খেলোয়াড় কবির হোসেন।

আগামী ৯ আগস্ট, শনিবার এই টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হবে। শিরোপা নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পানাইল ফুটবল একাদশ এবং আলফাডাঙ্গা ফুটবল একাদশ। ফাইনাল ম্যাচটিকে ঘিরে এখনই দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow