বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে উত্তাল বোয়ালমারী

এমএম জামান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
Jul 30, 2025 - 17:43
 0  6
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে উত্তাল বোয়ালমারী

“জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই” – এই শ্লোগানকে সামনে রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ফরিদপুরের বোয়ালমারী। বুধবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ চত্বর সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালকদের প্রতিবাদী মানববন্ধনে মুখরিত হয়ে ওঠে।

বোয়ালমারী উপজেলা কিন্ডারগার্টেন সোসাইটির আয়োজনে এই কর্মসূচিতে উপজেলার ৩৮টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন। কোমলমতি শিক্ষার্থীরা হাতে হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে তাদের অধিকারের পক্ষে আওয়াজ তোলে। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীর কাছে একটি স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে বক্তারা এই সিদ্ধান্তকে 'বৈষম্যমূলক' এবং 'জাতীয় শিক্ষানীতির পরিপন্থী' বলে অভিহিত করেন। সাপ্তাহিক বোয়ালমারী বার্তা পত্রিকার সম্পাদক ও বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী বলেন, "বৃত্তি কেবল একটি আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির সবচেয়ে বড় অনুপ্রেরণা। যখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেখবে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে, তখন তাদের কচি মনে একটি নেতিবাচক প্রভাব বিস্তার করবে।"

বক্তারা আরও বলেন, "বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া প্রতিটি শিশুর মৌলিক অধিকার। এই অধিকার থেকে তাদের বঞ্চিত করা যায় না। এক দেশে দুই রকম শিক্ষা ব্যবস্থা চলতে পারে না।"

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবির আহমেদ বাবলু, এস.এ. রাজ্জাক একাডেমির অধ্যক্ষ মলয় কুমার বোস, গুনবহা প্রি-ক্যাডেট এন্ড মডেল হাইস্কুলের পরিচালক কামরুজ্জামান কামরুল, বার্তা মডেল একাডেমির প্রধান শিক্ষক সাহেবুল আলম মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা অবিলম্বে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল করে সকল শিক্ষার্থীর জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত করার জোর দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow