সালথায় আগুনে বসতঘর পুড়ে ছাই, যুবদল নেতা ত্রাণ পৌঁছে সাহায্যের হাত বাড়ালেন

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Nov 8, 2025 - 21:32
 0  8
সালথায় আগুনে বসতঘর পুড়ে ছাই, যুবদল নেতা ত্রাণ পৌঁছে সাহায্যের হাত বাড়ালেন

ফরিদপুরের সালথায় আগুনে পুড়ে এক কৃষকের বসতবাড়ি ছাই হয়ে গেছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার নকুলহাটি গ্রামের কৃষক মো. আজম মোল্যার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সারাজীবনের কষ্টে অর্জিত সব হারিয়ে পাগলপ্রায় ওই কৃষক পরিবার। 

আগুনে কৃষকের বাড়ি পুড়ে যাওয়ার খবর শুনে বিকালে সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ ও এনায়েত হোসেন ত্রাণ সহায়তা নিয়ে ছুটে আসেন। এসময় হাসান আশরাফ আগুনে বাড়ি পুড়ে যাওয়া কৃষকের পাশে থাকার অঙ্গীকার করেন।

পোড়া বাড়ি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইনসহ আরো অনেকে।

ক্ষতিগ্রস্ত কৃষক আজম মোল্যা বলেন, আমি সারাজীবন কষ্ট করে টিনের একটি বসতঘর নির্মাণ করেছিলাম। আজ আগুনে আমার সব শেষ হয়ে গেল। বসতঘর, পাট, ধান, পেঁয়াজসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার অন্তত ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার পরিবারের পাশে সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ এসে দাড়িয়েছন। আমরা তার প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করছি।

সালথা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল জলিল বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে আনুমাণিক সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে৷

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow