সুলতানপাড়া পাক দরবারের প্রতিষ্ঠাতা পীর শাহ কামাল উদ্দীনের ইন্তেকাল

ফরিদপুরের সালথা উপজেলার প্রখ্যাত আধ্যাত্মিক সাধক ও সুলতানপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর শাহ কামাল উদ্দীন ওরফে কামাল হুজুর (৮০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
বার্ধক্যজনিত অসুস্থতার পাশাপাশি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেন স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. ইব্রাহিম মোল্যা।
পীর সাহেবের মৃত্যুর খবরে দরবার শরীফ এলাকাসহ গোটা অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। হাজারো ভক্ত ও অনুসারী তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভিড় করেন।
বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টায় গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে দরবার শরীফের আঙ্গিনায় দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য ভক্ত-অনুসারী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
What's Your Reaction?






