কুবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে শিক্ষার্থীদের পক্ষে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল উপাচার্যের দপ্তরে গিয়ে স্মারকলিপিটি জমা দেন। প্রতিনিধি দলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ছিলেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ বার বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্লাস, পরীক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়ার পাশাপাশি শিক্ষার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাঁরা বলেন, “একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ধরনের বিদ্যুৎ সংকট কখনোই কাম্য নয়। এ অবস্থা অব্যাহত থাকলে শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”
স্মারকলিপিতে শিক্ষার্থীরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং স্থায়ী সমাধানে জরুরি আলোচনার আহ্বান জানান।
What's Your Reaction?






