ট্রেনে কুবি শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টায় ৫ জনকে আটক

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Oct 6, 2025 - 14:35
 0  3
ট্রেনে কুবি শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টায় ৫ জনকে আটক

শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে ট্রেনে করে ক্যাম্পাসে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনার নায় পাঁচজনকে আটক করে পুলিশ। রোববার চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

সোমবার (৬ অক্টোবর) অভিযুক্ত পাঁচজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ইভটিজিং সংক্রান্ত আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সাক্ষী ও অভিযুক্তদের বক্তব্যের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী। এ ঘটনায় তিনি কুমিল্লার লাকসাম রেলওয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তাঁর স্বামী, ও বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীকে সাক্ষী করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন তানভীর হোসেন নাজিম, ফাহিম হাসান অনিক, তাহমনি আহাম্মেদ, মো. নাঈম উদ্দিন, এবং মো. ফাহিম হোসেন। অভিযোগে আরও কয়েকজনের নাম উল্লেখ রয়েছে, যাদের মধ্যে তাহামিন আহাম্মেদ, নাঈম উদ্দিন, ফাহিম হোসেন, এবং নাজমুল রয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

অভিযোগ পত্র সূত্রে জানা যায়,  গত ৫ অক্টোবর দুর্গাপূজা শেষে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে শিক্ষার্থীটি পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনটি মনতলা স্টেশনে পৌঁছালে কয়েকজন যুবক তাঁকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করে। প্রতিবাদ জানালে তারা আরও অশালীন ভাষায় গালাগালি ও হুমকি দেয়। বিকেল পাঁচটার দিকে দুর্গাপুর ইউনিয়নের শাসনগাছা রেলস্টেশনে, অভিযুক্ত তানভীর হোসেন নাজিম অন্যদের সহযোগিতায় ভুক্তভোগীকে যৌন হয়রানির চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীর স্বামী বলেন,“ট্রেনে ওঠার কয়েকজন ছেলে আমাদের সঙ্গে মিসবিহেব করে। বাধা দিলে তারা উল্টো হুমকি দেয় এবং আমার স্ত্রীকে যৌন হয়রানির চেষ্টা করে।"

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, “গতকাল এক নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের খবর পাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা পাঁচজনকে আটক করি। ওই ঘটনাটি ট্রেনসংক্রান্ত, তাই অভিযোগটি লাকসাম রেলওয়ে থানায় রেফার করেছি। বিষয়টি তারা দেখবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow