বিজয়নগরে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য আটক

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Oct 6, 2025 - 13:57
Oct 6, 2025 - 14:08
 0  6
বিজয়নগরে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মালিকবিহীন চোরাচালানী পণ্য জব্দ করেছে।

৬ অক্টোবর সোমবার আনুমানিক ভোর সকাল ২টা ৫০ মিনিটে বিজয়নগরের ইসলামপুর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় উৎপাদিত ৭,৮৩০ কেজি ফুচকা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ৯৮ হাজার টাকা। জব্দকৃত ফুচকা আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে একই দিন সকালে, আনুমানিক ৮টায়, সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ আজমপুর বিওপির একটি টহলদল আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে ৩৪ কেজি ভারতীয় গাঁজা এবং ১০২ বোতল ইস্কফ সিরাপ জব্দ করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ও পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow