একটি ফেসবুক পোস্টই হলো ‘কাল’, ‘ঢাকা যাবো’ লিখে গ্রেপ্তার আ.লীগ নেতা
সামান্য একটি ফেসবুক পোস্ট। তাতে লেখা ‘১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাবো’। আর এই লেখাই কাল হলো ফরিদপুরের আলফাডাঙ্গার স্থানীয় এক আওয়ামী লীগ নেতার। পোস্টটি দেওয়ার অভিযোগে পুলিশ তাকে পুরোনো এক বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই নেতার নাম মতিন মোল্লা (৩৫)। তিনি টগরবন্দ ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। শুক্রবার (৭ নভেম্বর) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মতিন মোল্লা নিজের ফেসবুক আইডি থেকে ১৬ জনের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে লেখেন- “১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাবো। দলের দুর্দিনে আমরা দলের পাশেই আছি।”
ওই পোস্টের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পূর্বের বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ছবিতে মতিন মোল্লার সঙ্গে ছিলেন টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন ফকির ও স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদসহ কয়েকজন নেতা। তবে ছবিটি কোথায় ও কখন তোলা হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।
থানা সূত্রে আরও জানা গেছে, গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাত আসামি করে বিএনপি সমর্থক লাভলু সর্দার বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল আলম বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা যাওয়ার আহ্বান জানিয়ে পোস্ট দেওয়ায় মতিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
What's Your Reaction?
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ