সালথায় বিধবা নারীর জমি দখলের অভিযোগে উত্তেজনা

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Aug 17, 2025 - 23:59
 0  2
সালথায় বিধবা নারীর জমি দখলের অভিযোগে উত্তেজনা

ফরিদপুরের সালথায় মোসাম্মাদ নিলুফা ইয়াসমিন (৫৫) নামে এক বিধবা নারী তার জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন স্থানীয় জামায়াত নেতা ও ইউপি সদস্যসহ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে সালথা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নিলুফা ইয়াসমিন জানান, সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের চন্ডীবরদী গ্রামে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে উত্তর চন্ডীবরদী মৌজায় তার ৯৩ শতাংশ জমি পতিত অবস্থায় রয়েছে। ওই জমিতে সম্প্রতি পরিবারের সিদ্ধান্তে শতাধিক আমগাছ রোপণ ও বেড়া দেওয়া হয়। কিন্তু গত ৪ আগস্ট সেখানে আরো কিছু গাছ লাগাতে গেলে সালথা উপজেলা জামায়াতের আমির আবুল ফজল মুরাদ, ইউপি সদস্য মো. ওলিয়ার রহমান এবং স্থানীয় আরটি হাসান বাধা দেন।

অভিযোগে তিনি আরও বলেন, প্রভাবশালীরা জমিটি খেলার মাঠ দাবি করে গাছ উপড়ে ফেলে এবং বেড়া ভাঙচুর করেন। এসময় তারা জমিতে কাজ করতে হলে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন, পরে তা কমিয়ে ১২ লাখে নামান। টাকা না দিলে জমিতে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন। বিষয়টি তিনি সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানালে উল্টো তার বিরুদ্ধে ভুয়া অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করানো হয়।

অভিযোগ অস্বীকার করে সালথা উপজেলা জামায়াতের আমির আবুল ফজল মুরাদ বলেন, “৫৫ বছর আগে সড়ক ও জনপদ অধিদপ্তর ওই জমি কিনে নেয়। এরপর থেকে স্থানীয় যুবকরা খেলাধুলা করে আসছে। সরকারি বরাদ্দে মাঠ ভরাটও করা হয়েছে। কিন্তু নিলুফা ইয়াসমিন হঠাৎ জমিটি নিজের দাবি করে আমগাছ লাগান। এতে বাধা দিলে তিনি আমার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন।”

অন্য অভিযুক্ত ইউপি সদস্য ওলিয়ার রহমান ও আরটি হাসানের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, জায়গাটি নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে। স্থানীয়রা সেখানে খেলাধুলা করলেও জমির মালিকানা যাচাইয়ের দায়িত্ব এখন সড়ক ও জনপদ অধিদপ্তরের ওপর।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী জানান, জমির মালিকানা যাচাইয়ের দায়িত্ব স্থানীয় তহশীলদারকে দেওয়া হয়েছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow