থানচিতে কিশোরীদের হাতে বাইসাইকেল: নারীর স্বাধীনতা ও শিক্ষার পথে নতুন দিগন্ত

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Aug 18, 2025 - 00:04
 0  2
থানচিতে কিশোরীদের হাতে বাইসাইকেল: নারীর স্বাধীনতা ও শিক্ষার পথে নতুন দিগন্ত

বান্দরবানের থানচি উপজেলায় কিশোরীদের চলাফেরা ও শিক্ষাজীবন সহজ করতে হাতে তুলে দেওয়া হলো বাইসাইকেল। উপজেলায় পড়াশোনা করা শিক্ষার্থীদের স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা ও সামাজিক সীমাবদ্ধতা ভাঙার প্রতীক হিসেবে ১৪ জন ছাত্রী পেয়েছে একটি করে বাইসাইকেল।

এর মধ্যে থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের জমজ ছাত্রী জেনি ও এনি ত্রিপুরা রয়েছেন। উপজেলাসদর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে বিদ্যামনি পাড়ায় জন্ম নেওয়া এই দুই বোন ২০২১ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। গত পাঁচ বছর ধরে প্রতিদিন হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছেন। বর্তমানে তারা দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন। বাইসাইকেল হাতে পেয়ে জেনি ও এনি বলেন, “এটি আমাদের স্বাধীনভাবে চলাফেরা, শারীরিক গতিশীলতা, আত্মনির্ভরশীলতা ও সামাজিক সীমাবদ্ধতা ভাঙতে সহায়তা করবে।”

এবারই প্রথমবার থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হলো। পাশাপাশি বলিপাড়া উচ্চ বিদ্যালয়সহ উপজেলার চারটি সরকারি বিদ্যালয়ে ফাস্ট এইড বক্স, পানির ফিল্টার ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

এই উদ্যোগে সহযোগিতা করেছে ডিয়াকোনিয়া বাংলাদেশ। আর্থিক সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা বিএনকেএস। সংস্থা "Organization for Women & Children Development – Ensuring Reproductive Health Rights and Gender Equality for Ethnic Hill Women in Bandarban" এর মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা এবং বিএনকেএস-এর উপ-পরিচালক উবানু মারমা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow