থানচির বলীবাজারে অগ্নিকাণ্ডে নিঃস্ব ব্যবসায়ীদের পাশে জামায়াতের আমির
বান্দরবানের থানচি উপজেলার বলীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার আমির আব্দুস সালাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে নগদ ৬,০০০ টাকা করে মোট ৭৮,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
রবিবার (২৬ অক্টোবর) বিকেল ২টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বলীবাজারে উপস্থিত হয়ে তিনি ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান জেলার নায়েবে আমির ও সংসদ পদপ্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম, বান্দরবান জেলা ছাত্র শিবিরের সভাপতি শামছুদ্দিন, বলীবাজারের বাজার চৌধুরী ও আওয়ামী লীগের সাবেক সভাপতি বাশৈচিং চৌধুরী এবং বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটির সভাপতি, ক্ষতিগ্রস্ত দোকান মালিক এবং অর্ধশতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে জামায়াত আমির আব্দুস সালাম বলেন, "এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফায়ার সার্ভিসের সদস্যরা এগিয়ে না এলে বাজারের বাকি দোকানগুলোও পুড়ে ছাই হয়ে যেত।" তিনি আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে অগ্নিকাণ্ড থেকে বাজারকে রক্ষা করতে সবধরনের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি আরও বলেন, "জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের জন্য একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণে কাজ করে।" তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং প্রাথমিক সহায়তার পর ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শন শেষে জামায়াতের প্রতিনিধি দলটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। পরে বিকেল ৫টার দিকে তারা বান্দরবানের উদ্দেশে রওনা হন।
What's Your Reaction?
অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ