বান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

সাথোয়াইঅং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
Oct 5, 2025 - 15:24
 0  22
বান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

বান্দরবানের রোয়াংছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি। রোয়াংছড়ি কলেজের প্রভাষক উহাইসিং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. কামাল উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্পদ বড়ুয়া, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রভাষক উথোয়াইপ্রু মারমা, একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বোদ্ধি চন্দ্র তঞ্চঙ্গ্যা এবং ভাঙ্গমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চয়ি মারমা।

সভাপতির বক্তব্যে ইউএনও তাজমিন আলম তুলি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে শিক্ষকদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। একটি উন্নত ও শিক্ষিত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow