লামা সরই ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধ, বান্দরবানঃ
Oct 13, 2025 - 13:19
 0  1
লামা সরই ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন সরই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমান পাড়ার বাসিন্দা কৃষক মো. আব্দুল গফুর।

অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত মহল রাজনৈতিক প্রভাব বিস্তার করে ডলুখাল, পলুখালসহ বিভিন্ন খাল ও ছড়া থেকে ড্রেজার মেশিন বসিয়ে দিন-রাত নির্বিচারে বালু উত্তোলন করে আসছে। এতে স্থানীয়দের ফসলি জমি, বসতভিটা ও চলাচলের রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে।

গতকাল রোববার (১২ অক্টোবর) লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেন কৃষক আব্দুল গফুর। আবেদনে তিনি উল্লেখ করেন, তাঁর ব্যক্তিগত জমি থেকেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক বালু উত্তোলন করা হচ্ছে।

অভিযোগে যাদের নাম এসেছে তারা হলেন- ১) মো. ইউনুছ (পিতা: নুরুল আলম), সাং—বাজার পাড়া, ৪নং ওয়ার্ড; ২) খোরশেদ আলম (পিতা: হাবিবুর রহমান), সাং—হাবিবুর রহমান পাড়া, ৩নং ওয়ার্ড; ৩) মাহমুদ মিয়া (পিতা: শহরমুল্লুক), সাং—ছলম পাড়া, ৩নং ওয়ার্ড; ৪) মো. সেলিম (পিতা: আহমদ আলী মেম্বার), সাং—হাছনা পাড়া, ১নং ওয়ার্ড; সবাই ৫নং সরই ইউনিয়নের বাসিন্দা।

অভিযুক্ত মো. সেলিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত নই। পলুখালের পাশে প্রশাসনের মাধ্যমে কিছু বালু নিলামে ক্রয় করেছি এবং সরকারি অনুমোদন অনুযায়ী সেখান থেকে পরিবহন করছি।’ তিনি আরও দাবি করেন, ‘একটি মহল আমার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করেছে।’

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। তিনি বলেন, “বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow