রুমায় আর্থিক সহায়তা পেলেন ১০০জন দুঃস্থ গরিব অসহায়

বান্দরবানের রুমায় চার ইউনিয়নের গরিব , দরিদ্র ও অসহায়দের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বার (১৩ অক্টোবর) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রুমা বাজার শেডে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় মানবিক সেবার কাজে আন্তরিকতার কোন অভাব নাই। তাই যথাযথ নিয়মে আবেদন করলে কোন অসহায় দরিদ্র ব্যক্তির তাদের আবেদন বিফলে যাবে না। এ কাজে আন্তরিকতার সহিত সহযোগিতা দিত উপস্থিত দরিদ্র অসহায়দের আসস্থ করেন প্রধান অতিথি মোঃ জসিম উদ্দিন।
রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিনু মার্মা সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন- রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, রুমা অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উঃ নাইন্দিয়া ভিক্ষু, ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠ কর্মকর্তা খেমাজন ত্রিপুরা।
সংশ্লিষ্টরা জানায়, ২০২৪-২৫ অর্থবছরে জেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে দরিদ্র, দুঃস্থ, অসহায়দের চিকিৎসা ও শিক্ষা সহায়তার লক্ষ্যে শিক্ষার্থী ১০৬ জন এবং নারী-পুরুষ গরিব, দরিদ্র ও দুঃস্থ অসহায় হিসাবে ১০০ জন দুঃস্থদের নগদ আর্থিক সহায়তার জন্য বরাত দাও দেন- বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। এইসব দরিদ্র ও গরিব অসহায়দের নগদ অনুদান প্রদান করা হয়েছে।
সভা শেষে নারী -পুরুষ ১০০ জনের মধ্যে প্রতিজনকে দুই হাজার টাকা হারে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
উপস্থিত অতিথিরা বলেন, এই ধরনের আর্থিক সহায়তা গরীব দরিদ্র ও অসহায়দের উপকারে আসবে।
এর আগে ১২ অক্টোবর মাথাপিছু ২ হাজার টাকা করে মোট ১০৬ জনকে নগদ অর্থ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
What's Your Reaction?






