৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগে থানচি সফরে আসছেন সাচিং প্রু জেরী

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Nov 19, 2025 - 15:59
 0  9
৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগে থানচি সফরে আসছেন সাচিং প্রু জেরী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে থানচি উপজেলা সফরে আসছেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও ৩০০ নম্বর বান্দরবান আসনের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী।

আগামী শুক্রবার (২১ নভেম্বর) এবং শনিবার দুই দিনে এই সফর অনুষ্ঠিত হবে।

সাচিং প্রু জেরী থানচি উপজেলা বিএনপির নতুন কার্যালয় (অফিস) উদ্বোধন করবেন। এছাড়া, তিনি থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ম্রো সম্প্রদায়ের নেতা-কর্মীদের সঙ্গে খোলামেলা আলাপ-আলোচনা করবেন। সফরের অন্যান্য অংশে সকল সম্প্রদায়ের সঙ্গে খোলামেলা আলাপ ও পথসভা অনুষ্ঠিত হবে।

পরের দিন শনিবার সকালে বলিবাজার প্রাঙ্গণে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অনুদান বিতরণ করবেন এবং সর্বসাধারণের সঙ্গে পথসভায় যোগ দেবেন। থানচি উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ইতিমধ্যেই মঞ্চ প্যানেল তৈরি, প্রান্তিক নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ ও প্রস্তুতি কাজে ব্যস্ত সময় পার করছেন।

বান্দরবান জেলা পরিষদের সদস্য ও বিএনপি থানচি উপজেলা সাবেক সভাপতি খামলাই ম্রো বলেন, “বিএনপির হাতকে শক্তিশালী করা এবং রাষ্ট্র মেরামতে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই। এই সফরে সাচিং প্রু জেরী দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার রূপরেখার উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরবেন।”

উপজেলা কৃষক দলের আহ্বায়ক মংসাগ্য মারমা বলেন, “বান্দরবানের থানচি উপজেলার মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। জনগণ যদি আমাদের নেতাকে ধানের শীষ মার্কায় ভোট দেয়, আমরা এই অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে কাজ করব।”

জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মংশৈম্রাই মারমা বলেন, “বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে রাষ্ট্রের কাঠামো সংস্কার করা প্রয়োজন। বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার বিকল্প নেই। বান্দরবান আসনটি দেশনেত্রী খালেদাজিয়াকে উপহার দিতে পারব বলে আমরা আশা করি।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ নম্বর সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর এই পথসভা থানচিতে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে তিনি জেলার লামা ও আলীকদম দুই উপজেলা সফর করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow