ফরিদপুরে যৌথ অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ নারী আটক

ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ আরজু আক্তার (২৪) নামের এক নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর শহরের লক্ষীপুর রেলবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আরজু ওই এলাকার রিয়াজ শেখের স্ত্রী এবং ফরিদপুরের ‘মাদক সম্রাজ্ঞী’ খ্যাত সাহিদা বেগমের মেয়ে বলে জানা গেছে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আহাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল বাড়িটি ঘিরে ফেলে। পরে বসতঘরে অভিযান চালিয়ে পাঁচটি প্যাকেটে রাখা এক হাজার পিস ইয়াবা, হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে হেরোইনের পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।
তিনি আরও জানান, অভিযানে মাদক বিক্রির প্রায় ৪ লাখ টাকার লেনদেনের প্রমাণও মিলেছে। আটক আরজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?






