নোবিপ্রবিতে আয়োজিত কনফারেন্সে তিন পুরস্কার কুবি জাতিসংঘ সংস্থার

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Oct 13, 2025 - 13:04
 0  1
নোবিপ্রবিতে আয়োজিত কনফারেন্সে তিন পুরস্কার কুবি জাতিসংঘ সংস্থার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত তিন দিনব্যাপী “এনএসটিইউ ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স ২০২৫”-এ অংশ নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন তিনটি পুরস্কার অর্জন করেছে।

৯ থেকে ১১ অক্টোবর অনুষ্ঠিত এই জাতীয় সম্মেলনে দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে অর্জন করেন তিনটি পুরস্কার। তারা হলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আফিফা তাসমিয়া খান, 
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মো. মাইনুল ইসলাম,
পদার্থবিজ্ঞান বিভাগ শাহরিয়ার আহমেদ রামিম

এই সম্মেলনে কুবির এমইউএন এর সাবেক প্রেসিডেন্ট হাসিন মাহতাব মাহিন জাতিসংঘের আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রধান সম্পাদক হিসেবে এবং বর্তমান প্রেসিডেন্ট ইমতিয়াজ আহমেদ চিন্ময় ইউএনসিএসটিডি’র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজয়ী শিক্ষার্থী মাইনুল ইসলাম বলেন, “প্রথম ন্যাশনাল এমইউএন কনফারেন্সে অংশ নিয়ে পুরস্কার অর্জন করা আমার জন্য গর্বের বিষয়। দেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতা করা সহজ ছিল না। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম জাতীয় মঞ্চে উচ্চারিত হওয়ার মুহূর্তটা ছিল আবেগে ভরা। এই সাফল্য আমি আমাদের ক্লাবের প্রতিটি সদস্যকে উৎসর্গ করছি।”

আফিফা তাসমিয়া খান বলেন, “এটি আমার প্রথম জাতীয় এমইউএন , আর এই অর্জন আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভালো কিছু অর্জনের চেষ্টা করব, আমার বিশ্ববিদ্যালয় ও ক্লাবের মর্যাদা রক্ষায়।” 

এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে ক্লাবের প্রেসিডেন্ট ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন, “কুবির এমইউএন আবারও প্রমাণ করেছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের জায়গা থেকে অনন্য। ইন শা আল্লাহ এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে। এই অর্জন শুধু আমাদের ক্লাবের নয়, বরং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মর্যাদার প্রতিফলন।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow