ফরিদপুরের আলফাডাঙ্গায় তিনটি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন

What's Your Reaction?







সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভূমি সংক্রান্ত সেবায় সাধারণ মানুষের হয়রানি ও ভোগান্তি কমাতে ফরিদপুরের আলফাডাঙ্গায় চালু হয়েছে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’। এখন থেকে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান, জমির নকশা সংগ্রহসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা মিলবে নির্ধারিত ফিতে - সরাসরি এবং হয়রানিমুক্তভাবে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে আলফাডাঙ্গা পৌর এলাকার হাসপাতাল রোডে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। একই দিনে উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর বাজার ও বানা ইউনিয়নের গোড়ানিয়া শিরগ্রামে আরও দুটি ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাসেল ইকবাল বলেন, “ভূমি সেবা সহায়তা কেন্দ্র হলো সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট সেবা কেন্দ্র। এখান থেকে সাধারণ মানুষ নির্ধারিত ফিতে সরাসরি ভূমি সংক্রান্ত সরকারি সেবা নিতে পারবেন - কোনো প্রকার হয়রানি ছাড়াই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে মানুষের ভোগান্তি কমাতে সরকার এই উদ্যোগ নিয়েছে। অনলাইনভিত্তিক এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি আবেদন, খতিয়ান সংগ্রহ ও মৌজা ম্যাপসহ যাবতীয় সেবা সহজেই পাওয়া যাবে। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব - যাতে সেবা গ্রহীতারা হয়রানিমুক্ত, স্বচ্ছ ও নির্ভরযোগ্য সেবা পান।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান লাভলু, ভূমি সার্ভেয়ার মোহাম্মদ নুর আলম, ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা সেলিমুজ্জামান খান, উদ্যোক্তা আসাদুজ্জামান রিপনসহ গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজনেরা।
সাধারণ মানুষের মতে, এই সেবা কেন্দ্র চালুর ফলে ভূমি সংক্রান্ত কাজে আর দালাল বা মধ্যস্বত্বভোগীদের দ্বারস্থ হতে হবে না - সরকারি সেবা মিলবে সরাসরি, দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায়।
সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
Aug 30, 2025 0 287
Aug 27, 2025 0 201
Aug 19, 2025 0 177
Sep 15, 2025 0 169
Sep 11, 2025 0 99
Sep 17, 2025 0 3
Sep 17, 2025 0 5
Sep 17, 2025 0 3
Sep 17, 2025 0 2
Sep 17, 2025 0 2
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।