বেরোবিতে ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর পরিবেশ সচেতনতামূলক বৃক্ষরোপণ কর্মসূচি

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Jul 16, 2025 - 15:21
 0  2
বেরোবিতে ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর পরিবেশ সচেতনতামূলক বৃক্ষরোপণ কর্মসূচি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যাম্পাসে বুধবার (১৬ জুলাই) ইয়ুথ এন্ডিং হাঙ্গার সাংগঠনিক জেলার আয়োজনে অনুষ্ঠিত হলো পরিবেশ সচেতনতামূলক এক বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি।

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই স্লোগান ধারণ করে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই পরিবেশ গঠনে তরুণ সমাজকে সম্পৃক্ত করা।

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন সংগঠনের সদস্যরা। এই কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিবেশ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ইয়ুথরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বেরোবি সাংগঠনিক জেলার উপদেষ্টা প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক। তিনি বলেন, “পরিবেশ সংরক্ষণে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। ইয়ুথদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সমন্বয়কারী হাসান আলী, যুগ্ম সমন্বয়কারী নাজমুস সাকিব ও আল হুমাইরা জান্নাতি ঐশী, প্রশিক্ষণ সম্পাদক শয়ন চন্দ্র সেন, প্রচার সম্পাদক আশিকুর রহমান।

বিভিন্ন ইউনিট থেকে রাশেদুল ইসলাম, ইউনুচ রাতুল, রাতুল হাসান, জান্নাতুল ফেরদৌস কেয়া, মাসুদ রানা সহ অন্যান্য ইয়ুথ লিডারগণ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।

এ কর্মসূচি পরিবেশ সচেতনতার ক্ষেত্রে একটি অনন্য উদ্যোগ হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow