জুলাই শহীদ দিবস উপলক্ষে থানচিতে বর্ণাঢ্য অনুষ্ঠান

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Jul 16, 2025 - 15:42
Jul 16, 2025 - 15:49
 0  4
জুলাই শহীদ দিবস উপলক্ষে থানচিতে বর্ণাঢ্য অনুষ্ঠান

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে থানচি উপজেলার উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস পালিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে কবিতা, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও দোয়া মাহফিল, আলোচনা সভা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল। তিনি বলেন, “আজকের এই আয়োজন আমাদের মাসব্যাপী কর্মসূচির সূচনা, যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। আমরা গভীর শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করছি সেই সকল শহিদের প্রতি, যাঁরা তাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের মতপ্রকাশের স্বাধীনতা উপহার দিয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে আমরা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরীফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসকে জহির উদ্দিন, নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ শাহিন মিঞা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায়, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা প্রমুখ।

সভা শেষে কবিতা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, সারাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন দিয়ে বুধবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow