নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Jul 16, 2025 - 15:46
 0  14
নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জেলা বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সকল সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি এবং দেশের অভ্যন্তরে গুপ্ত সংগঠন কর্তৃক মদদ সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন বিলম্ব করার অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

বুধবার (১৬ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাণীনগর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সদরের বিএনপির মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow