ব্রাহ্মণকান্দার রুবি বেগম নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান

ফরিদপুর শহরের ব্রাহ্মণকান্দা এলাকার বাসিন্দা রুবি বেগম (৫৩) গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গত মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে রুবি বেগম কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। নিখোঁজের পর আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি করা হলেও কোনো খোঁজ মেলেনি।
এ ঘটনায় রুবি বেগমের পরিবার ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর: ৯১৫, তারিখ: ১২/১০/২০২৫।
নিখোঁজ হওয়ার সময় রুবি বেগমের পরনে ছিল কালো রঙের বোরখা, ছোট বর্ণের ম্যাক্সি। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট, চুল অল্প পাকা, মুখমণ্ডল গোলাকার ও গড়ন মাঝারি বলে জানিয়েছেন স্বজনেরা।
তার কন্যা মোসাম্মৎ আফরোজা আক্তার বলেন, “আমার মা হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে যান। আমরা সর্বত্র খোঁজ নিয়েছি, কিন্তু এখনো কোনো সন্ধান পাইনি। যদি কেউ তার খোঁজ পান, দয়া করে আমাদের জানাবেন।”
রুবি বেগমের সন্ধানদাতাকে তার পরিবার অনুরোধ করেছে মোবাইল নম্বর ০১৭৮১৫৬৭৩০২-এ যোগাযোগ করার জন্য।
What's Your Reaction?






