ফরিদপুরে মেয়েকে ধর্ষণ: বাবার আমৃত্যু কারাদণ্ড

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 28, 2025 - 17:12
 0  6
ফরিদপুরে মেয়েকে ধর্ষণ: বাবার আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে প্রশাসনের মাধ্যমে ভুক্তভোগীকে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল ওহাব মোল্লা (৪২) রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি রাতে ওহাব মোল্লা তার মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ১৫ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় আরও উল্লেখ করা হয় যে, এর আগেও প্রায় ছয় বছর ধরে বিভিন্ন সময়ে বাবা তার মেয়েকে ধর্ষণ করতো।

আদালত ছয়জনের সাক্ষ্যগ্রহণ এবং ডিএনএ পরীক্ষার প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই রায় প্রদান করেন। ডিএনএ পরীক্ষায় ধর্ষণের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, "আসামির আমৃত্যু কারাদণ্ড হওয়ায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow