ফরিদপুরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার, নিরাপত্তা জোরদার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আব্দুল জলিল, পিপিএম। গতকাল বুধবার তিনি শহরের একাধিক মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় পুলিশ সুপার বলেন, “ধর্মীয় এই উৎসবে সবাই যেন শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ উপভোগ করতে পারেন, সে জন্য পুলিশের টহল টিম নিয়মিত মাঠে থাকবে। পূজামণ্ডপ এলাকায় মাদক, জুয়া কিংবা যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”
তিনি আরও জানান, প্রতিটি পূজামণ্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নিরাপত্তার অংশ হিসেবে সিসি ক্যামেরা মনিটরিং, টহল ব্যবস্থা ও পুলিশের কন্ট্রোল রুম সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে। যেকোনো অভিযোগ বা সমস্যা পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় পুলিশ সুপার ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন। তিনি সামাজিক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, মোঃ আতাউর রহমানসহ ফরিদপুরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।
What's Your Reaction?






