শ্রীপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও রাখী ব্যানার্জী

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শ্রীপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাখী ব্যানার্জী। বুধবার রাতে তিনি দোরাননগর সার্বজনীন দুর্গা মন্দিরসহ একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজা মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।
পরিদর্শনকালে ইউএনও রাখী ব্যানার্জী পূজার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সমাজসেবক ডা. পঙ্কজ কুমার মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী বলেন, দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের উৎসব আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে পালনের আহ্বান জানান।
What's Your Reaction?






