ড.আলী আফজাল-৮দলীয় ফুটবল টুর্নামেন্টে মহম্মদপুর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

মাগুরার মহম্মদপুরে অনুষ্ঠিত ড. আলী আফজাল ৮-দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মহম্মদপুর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে মহম্মদপুর ফুটবল একাডেমি ওরা-১১জন ফুটবল একাদশ মাগুরাকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে।
যুব সমাজের ইতিবাচক পরিবর্তন ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে ড. আলী আফজাল ফাউন্ডেশনের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মহম্মদপুর ফুটবল একাডেমির সুজন মিয়া।
টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক মিজানুর রহমান কাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন, সরকারি আর এসকে এইচ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, সমাজসেবক জিয়াউল হক বাচ্চু, সহকারী অধ্যাপক মো. আছিউজ্জামান বুলবুল ও ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কৃতি ফুটবলার মুস্তাফিজুর রহমান নান্নু, আলীম খান, নাইমুল হুদা, সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
What's Your Reaction?






