ফরিদপুর চিনিকলের কর্মকর্তাদের চারদিন ব্যাপী চাকুরিকালীন ইনহাউজ প্রশিক্ষণ শুরু

পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ
Aug 9, 2025 - 17:21
 0  1
ফরিদপুর চিনিকলের কর্মকর্তাদের চারদিন ব্যাপী চাকুরিকালীন ইনহাউজ প্রশিক্ষণ শুরু

ফরিদপুরের মধুখালীতে, ৯ আগস্ট শনিবার থেকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উদ্যোগে সদর দপ্তর ও বিভিন্ন মিল/প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের কর্মকর্তাদের চারদিন ব্যাপী চাকুরিকালীন বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে।

এই প্রশিক্ষণ ফরিদপুর চিনিকলের প্রশিক্ষণ ভবনে বাস্তবায়িত হচ্ছে। শনিবার ভার্চুয়ালি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামান (এনডিসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ, যিনি স্বাগত বক্তব্য রাখেন।

কোর্স পরিচালনা করছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ভাইস মহাব্যবস্থাপক (ব্যবস্থাপনা উন্নয়ন ও প্রশিক্ষণ) সেলিনা আক্তার। প্রশিক্ষক হিসেবে ছিলেন সদর দপ্তরের উপমহাব্যবস্থাপক (ক্রয়) মোঃ দেলোয়ার হোসেন।

প্রথমদিনের প্রশিক্ষণে জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন, পিপিএ-২০০৬, পিপিআর-২০০৮ এর বিধান, দরপত্র মূল্যায়ন, অনুমোদন ও চুক্তিকরণ, টেন্ডার আহ্বান পদ্ধতি, বাছাইকরণ, তুলনামূলক বিবরনী প্রস্তুতকরণ, কার্যাদেশ প্রদান ও মালামাল সংগ্রহের ব্যবস্থাপনা বিষয়ক বিষয়বস্তু তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকার, মহাব্যবস্থাপক (প্রশাসন) মাসুদ রেজা, উপমহাব্যবস্থাপক (ল্যাব) মুহম্মদ মোফাখ্খারুল ইকবাল, ব্যবস্থাপক (পরিঃপ্রকৌ) একেএম কামরুল হাসান, সহকারী ব্যবস্থাপক পুরবী বেগমসহ প্রশাসন বিভাগের কর্মকর্তা ও ৩০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন উপমহাব্যবস্থাপক (ল্যাব) প্রলয় কুমার সাহা। প্রশিক্ষণ আগামী মঙ্গলবার শেষ হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow