খোকসায় ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই জন গ্রেফতার

কুষ্টিয়ার খোকসা থানার পুলিশ শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানটি বনগ্রাম গ্রামের বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা পিচের রাস্তার উপর থেকে পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলো— মোঃ ইমান আলী শেখ (৩৫), পিতা মোঃ আব্দুল শেখ, মুকশিদপুর এলাকার বাসিন্দা, এবং মোঃ শহিদুল ইসলাম শেখ (৫৬), পিতা মৃত ওহেদ শেখ, বামনপাড়া (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা, উভয়ই খোকসা থানার আওতাধীন।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক দমন কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
What's Your Reaction?






