ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৭০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ আরমান মিয়াকে (২১), যিনি বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মোঃ মাসুম মিয়ার ছেলে, গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, “পুলিশ সুপার স্যারের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”
What's Your Reaction?






