সিরাজদিখানে বিষপানের ৫ দিন পর স্বামী-স্ত্রীর আধা ঘন্টার ব্যবধানে মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্দলিয়া গ্রামে বিষপানের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রী দেলোয়ার হোসেন (২৫) ও রাখি আক্তার (২৩) আধা ঘন্টার ব্যবধানে মারা গেছেন।
সিরাজদিখান থানার উপপরিদর্শক মোঃ হাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার সকালে রাজধানীর নিউ লাইফ ও ম্যাক্সএইড হাসপাতালে তাদের মৃত্যু হয়। সকাল সাড়ে ৯টায় দেলোয়ার এবং ১০টায় রাখি মারা যান। তাদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং আগামী রবিবার ময়নাতদন্ত করা হবে।
পুলিশ জানায়, দেলোয়ার চরকুন্দলিয়া গ্রামের মোঃ বারেক মিয়ার ছেলে এবং রাখি একই গ্রামের মোঃ রশিদের মেয়ে। ছয় বছর আগে পারিবারিকভাবে তারা বিবাহিত এবং তাদের দুই ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সন্ধ্যায় পারিবারিক কলহের এক পর্যায়ে প্রথমে রাখি আক্তার বিষপান করেন। পরে একই বোতলের বাকি বিষ স্বামী দেলোয়ার পান করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাখিকে নিউ লাইফ ও দেলোয়ারকে ম্যাক্সএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক মনোমালিন্যের কারণে বিষপান করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
What's Your Reaction?






