সংবাদ প্রকাশের পর শ্রীনগরে দেড় কোটি টাকা মূল্যের খাস জমি রক্ষা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমান প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
May 12, 2025 - 20:18
 0  12
সংবাদ প্রকাশের পর শ্রীনগরে দেড় কোটি টাকা মূল্যের খাস জমি রক্ষা

মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের খাসজমি জোরপূর্বক মাটি ভরাটের পর রাতের আঁধারে দোকান ঘর নির্মাণের চেষ্টায় স্থানীয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। সোমবার (১২ মে) দুপুরে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের পাটাভোগ এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে খাসজমিতে লাল নিশান সাঁটানো হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় ভূমি অফিসের কর্মীরা পাটাভোগ মৌজার ১নং খাস খতিয়ানের ১১৬ দাগের প্রায় ১৫ শতক জমি চিহ্নিত করে লাল নিশান স্থাপন করেছেন। জানা গেছে, মরহুম নুর ইসলাম শেখের পুত্র শেখ রিংকু ও তার শ্যালক ফেমাস জেনারেল হাসপাতালের মালিক আমিনুল ইসলাম ওই জায়গায় ড্রাম ট্রাকে করে বালু এনে মাটি ভরাট করেন। পরে রাতের আঁধারে দোকান নির্মাণ শুরু করে।

এ বিষয়ে স্থানীয় ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “পরিমাপ শেষে জায়গায় লাল নিশান সাঁটানো হয়েছে। কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।”

অন্যদিকে, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সার্ভেয়ার ইমাঈল হোসেন জানান, “আমাদের লোকজন সরেজমিনে তাৎক্ষণিক পরিদর্শনে গিয়েছে। কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ৪ মে বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে “খাসজমি ভরাট করে দোকান নির্মাণের চেষ্টা” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এরই ধারাবাহিকতায় সোমবার জেলা প্রশাসনের হস্তক্ষেপে খাসজমিতে লাল নিশান সাঁটানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow