নোয়াখালীতে সরকারি জমির মাটি বিক্রির অভিযোগে সংবাদ সম্মেলন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড কেগনায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। সোমবার (১২ মে) সকালে জেলা শহর মাইজদীর ইউরো শপিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী হেদায়েত উল্যাহ।
সংবাদ সম্মেলনে হেদায়েত উল্যাহ অভিযোগ করেন, স্থানীয় মাটি মতিন ও হাসেম তাকে ভয়ভীতি দেখিয়ে তার বসতঘরসহ আশেপাশের জায়গার মাটি জোরপূর্বক কেটে নিয়ে গেছে। এতে তার ঘর যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এসময় আরও বক্তব্য রাখেন প্রতিবেশী আবু তালেব, মো. স্বপন ও আব্দুর রহিম।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার বলেন, "কেগনা আশ্রয়ণ প্রকল্পটি সরকারি খাস জমিতে অবস্থিত। ওই এলাকায় একটি পুকুর রয়েছে এবং কিছু খালি জায়গা রয়েছে। আমরা সেই জায়গা থেকে মাটি সংগ্রহ করে কবরস্থান ও শ্মশান নির্মাণের কাজ করছি।"
ইউএনও আরও বলেন, "যিনি সংবাদ সম্মেলন করেছেন তিনি নিজেই কেগনা আশ্রয়ণ প্রকল্পের জায়গায় অবৈধভাবে দোকানঘর স্থাপন করে ব্যবসা করছেন। তার অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তবে অভিযুক্ত আব্দুল মতিন এই প্রকল্পের সাথে জড়িত নয়। প্রকল্পটি পিআইওর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।"
সরকারি খাস জমির মাটি বিক্রির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
What's Your Reaction?






